আপডেট

x

বাঞ্ছারামপুরে করোনা আক্রান্ত সন্দেহে বাড়িতে লালপতাকা

বুধবার, ০১ এপ্রিল ২০২০ | ৩:১৭ পূর্বাহ্ণ |

বাঞ্ছারামপুরে করোনা আক্রান্ত সন্দেহে বাড়িতে লালপতাকা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির বাড়িতে লালপতাকা টানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপসদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসীন মিয়ার মাধ্যমে সেখানকার দক্ষিনপাড়ার ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পায় স্থানীয় স্বাস্থ্য ও উপজেলা প্রশাসন।

এরপর তারা সেখানে গিয়ে ওই বাড়িটি লালপতাকায় চিহ্নিত করে দেন তারা। তাকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

webnewsdesign.com

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন জানান, তেমন কিছু না। তার হাইফিভার ও কিছু কাশি ছিলো। সে কারণে আক্রান্ত সন্দেহ করা হচ্ছে। আমরা পরীক্ষার জন্যে নমুনা পাঠাব। তবে ওই রোগি ভালো আছেন। আক্রান্ত সন্দেহ ব্যক্তি একজন সরকারী চাকুরে। সে আখাউড়ায় কর্মরত।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার জানিয়েছেন, আক্রান্ত সন্দেহ ব্যক্তি ভালো আছেন। নমুনা পরীক্ষার জন্যে ঢাকায় পাঠানো হবে বলে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com