আপডেট

x

কসবায় যুবলীগের কর্মসূচিতে পিছু হটলো বিএনপি, স্থগিত রুমিন ফারহানার সভা

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | ১:২৭ অপরাহ্ণ |

কসবায় যুবলীগের কর্মসূচিতে পিছু হটলো বিএনপি, স্থগিত রুমিন ফারহানার সভা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বাতিল করা হয়েছে বিএনপি ঘোষিত পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কসবা পৌর মুক্ত মঞ্চে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপি। এই সমাবেশে বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা ছিল। একই স্থানে ও একই সময়ে কসবা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করার ঘোষণা দিয়েছে। ফলে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে বিএনপি তাদের কর্মসূচি বাতিল করেছে।

কসবা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির আহবায়ক কমিটির সদস্য ইকলিপ আজম বলেন, ‘রাজনীতি আর যা কিছুই বলেন সবকিছু ঊর্ধ্বে শান্তিশৃঙ্খলা। এছাড়াও আমাদের দেশব্যাপী ৩০ অক্টোবর পর্যন্ত যে কর্মসূচি ছিল, তা আরও ১০দিন বাড়ানো হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্য জায়গায় প্রোগাম রয়েছে, তাই উনারাও আসতে পারবেন না। তাই আমরা আপাতত আজকের কর্মসূচি স্থগিত করেছি। পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে।’

webnewsdesign.com

তবে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এমএ আজিজ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কসবা উপজেলা আওয়ামী যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে। আমাদের কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে থেকেই ছিল। তাই আমরা ইতিমধ্যে প্যান্ডেল করেছি, মঞ্চ সাজিয়েছি। আমরা আমাদের কর্মসূচি পালন করবো।’ তিনি আরও বলেন, ‘৯ বছর যাবত কসবায় তাদের (বিএনপি) কোন কর্মসূচি কারো চোখে পড়েনি। কসবায় মাননীয় আইনমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, অনেক যুবককে চাকরি দিয়েছেন, তাই উনার প্রতি সন্তুষ্ট। হঠাৎ করে ফেসবুকে দেখেছি বিএনপি কর্মসূচি দিয়েছে।’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com