আপডেট

x

৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন!

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৫২ অপরাহ্ণ |

৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন!
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।-ফাইল ছবি
Spread the love

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এর কোন সন্ধ্যান মিলছে না। গত ৩৫ দিন ধরে প্রকাশ্যে তাকে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে দেশটির রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনাবাহিনীর প্যারেড। তারা যেখানে নিজেদের শক্তি সামর্থ্য প্রদর্শন করে থাকে। প্রেসিডেন্ট কিম জং উনকে এমন গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের আগে প্রকাশ্যে দেখা মিলছে না।

webnewsdesign.com

এমন অবস্থায় সবার মনে প্রশ্ন উঠছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তবে অনেকে ধারণা করছেন, শারীরিক অসুস্থতার কারণে হয়তো এখন আড়ালে চলে গেছেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিটব্যুরোর বৈঠকেও গত ৫ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই বৈঠকে কৃষি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো পলিটব্যুরোর বৈঠকটিতে অনুপস্থিত ছিলেন।

এদিকে, ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি প্রেসিডেন্ট কিম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
এরপর ২০২০ সালের এপ্রিলে এবং ২০২১ সালের মে মাসে কিছুদিনের জন্য কিম উধাও হয়ে যান। ওই সময় গুজব ছড়িয়ে পড়ে, পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তিসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট মারা গেছেন।

সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন কিম জং উন উপস্থিত হবেন কিনা এটিও এখন নিশ্চিত নয়। তবে উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সোমবার (৬ জানুয়ারি) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কিম জং উন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com