আপডেট

x

হংকংয়ে পার্লামেন্ট ভবনে এমপিদের মারামারি (ভিডিও)

মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ২:৪১ পূর্বাহ্ণ |

হংকংয়ের এমপিদের মারামারি চিত্র
Spread the love

আইন সভা শুরুর আগে সোমবার পার্লামেন্ট ভবনে মারামারিতে জড়িয়েছেন হংকংয়ের এমপিরা। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হংকংয়ে হাউজ কমিটি কারা চালাবেন সে বিষয়ে আইন পরিষদে বিতর্ক চলছিলো।

webnewsdesign.com

নতুন নেতা বাছাই করতে যে নির্বাচন হয় তা তদারকির জন্য গত সপ্তাহে বেইজিংপন্থী আইন প্রণেতা চ্যান কিন-পোরকে নিয়োগ দেন কাউন্সিলের সভাপতি।

সোমবার আইন সভা শুরুর আগে সভাপতির আসনে ছিলেন চ্যান কিন। এসময় তার চারপাশে ২০জনের বেশি নিরাপত্তারক্ষী ছিলেন।

তখন গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা সেই ঘরে ঢুকে সভাপতির আসনে যেতে চেষ্টা করেন। এসময় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন।

বিক্ষোভকারীরা সভাপতির আসনের সামনে কালো কাপড় নিয়ে দাঁড়িয়ে যান। নিরাপত্তারক্ষীরা সেই কাপড় কেড়ে নিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করেন। এসময় অপর বিক্ষোভকারীরা নিজেদের আসন থেকে চিৎকার করতে থাকেন।

তখন একজন আইন প্রণেতা একটি চিহ্ন দেখিয়ে বলেছিলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টি হংকংয়ের আইনসভাকে পদদলিত করছে।’

বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি বেশ কয়েক মিনিট ধরে চলে। এসময় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তিনি সম্ভবত আহত হয়েছিলেন।

এক পর্যায়ে সভাপতির বেঞ্চে যাওয়ার জন্য এক সংসদ সদস্য ঝাঁপিয়ে পড়েন। তবে প্রহরীরা তাকে ঝাঁপিয়ে পড়া অবস্থায় আটকে দেন।

হংকংয়ের গণতন্ত্রপন্থী বেশিরভাগ আইনপ্রণেতা অপসারণ বা ছেড়ে যাওয়ার পর হাউজ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বেইজিংপন্থী স্টেরি লি।

বিক্ষোভকারীরা বলছেন, হংকংয়ে চীনা জাতীয় সংগীত বিল পাস সহজে করতেই বেইজিংপন্থী এই চেয়ারম্যান নিয়োগ করা হয়। এর বিরোধিতায় তারা বিক্ষোভ করছেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com