আপডেট

x

স্মার্ট কার্ড বিতরণকালে বহিরাগতদের হামলা, আহত ৪

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:৩৮ অপরাহ্ণ |

স্মার্ট কার্ড বিতরণকালে বহিরাগতদের হামলা, আহত ৪
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণের সময় স্থানীয়দের হামলায় নির্বাচন কমিশন অফিসের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের ৪ জন অস্থায়ী কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাদেকপুর সিদ্দিকা আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

webnewsdesign.com

আহতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম (২৮), সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সেলিম (২৪), শাহাবুদ্দিন (২৬),আরিফ (২০)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল হক জানান, স্মাট কার্ড বিতরণের সময় স্থানীয় কয়েকজন যুবক কেন্দ্রের ভিতরে স্মার্ট কার্ডের কাভার বিক্রী করছিল। এ সময় ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম কেন্দ্রর ভিতর কাভার বিক্রী করতে নিষেধ করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাজুলকে মারধর করে। খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে আসলে তাদেরকে ও মারধর করা হয়। পরে পুলিশ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান জানান, আহতরা সুস্থ হলে তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com