আপডেট

x

সরাইলে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত-১৫

শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | ৮:৩২ অপরাহ্ণ |

সরাইলে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত-১৫
প্রতীকী ছবি
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবার পানি দিয়ে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

webnewsdesign.com

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া এবং একই এলাকার নূর মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com