আপডেট

x

শিমরাইলকান্দিতে ১২০টি পরিবারকে খাদ্যদ্রব্য দিল ‘আবেশ’

রবিবার, ২৯ মার্চ ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ |

শিমরাইলকান্দিতে ১২০টি পরিবারকে খাদ্যদ্রব্য দিল ‘আবেশ’
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ‘এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট (আবেশ)’ এর পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

খাদ্যদ্রব্যের মধ্যে প্রত্যেক পরিবারকে ২০কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, আধা লিটার তেয়ল, এক কেজি লবণ ও দুইটি সাবান দেওয়া হয়।

webnewsdesign.com

সংগঠনের পক্ষে এসব বিতরণ করেণ আবেশ- এর প্রতিনিধি সাবরিনা তাবাসসুম বিন্দু।

এসময় তিনি জানান, বৈশ্বিক বির্পযয় প্রানঘাতি করোনা আজ সকল মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। খেটে খাওয়া নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষ গুলোর কিছুটা কষ্টে দিন যাপন। আবেশ- চেষ্টা করেছে সবার সহযোগিতা নিয়ে এসব মানুষের পাশে দাঁড়াতে।

সংগঠনটি পর্যায়ক্রমে শহরের প্রতিটি এলাকার খাদ্যদ্রব্য সহ নানান সহযোগিতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবে। সংগঠনের সভাপতি ক্যাপ্টিন(অবঃ) ছগীর আহমেদ, সাধারণ সম্পাদক খাইরুল ইমাম শামীম ও ট্রেজারার মোঃ রফিকুল ইসলাম এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

রাফি//—

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com