আপডেট

x

শর্ত সহজ করছে গুগল

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৫ অপরাহ্ণ |

শর্ত সহজ করছে গুগল
Spread the love

সাধারণ মানুষকে সহজে বোঝাতে তাদের এই শর্তাবলি আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

ব্যবহারের শর্তাবলি বা টার্মস অব সার্ভিসেস (টিওএস) হালনাগাদের বিষয়ে মার্কিন সার্চ জায়ান্টের পক্ষ থেকে ইতিমধ্যে মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে জানানো শুরু হয়েছে।

webnewsdesign.com

আগামী ৩১ মার্চ থেকে হালনাগাদ শর্তাবলি কার্যকর হবে। গুগল দাবি করেছে, হালনাগাদ শর্তাবলি উন্নত পাঠযোগ্য ও উন্নত যোগাযোগ সক্ষম করা হয়েছে। এতে ব্যবহারকারীর জন্য শর্তাবলি পড়তে সুবিধা হবে। এ ছাড়া প্রথমবারের মতো গুগল ক্রোম অপারেটিং সিস্টেম ও গুগল ড্রাইভ ব্যবহারকেও শর্তাবলির অধীনে আনা হয়েছে।

গুগল বলছে, ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করা হলেও প্রাইভেসি নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এর বাইরে মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার ব্যবহারকারীদের ক্রোম ওয়েব স্টোরে গেল সতর্ক করছে গুগল। এজ ব্রাউজারের পরিবর্তে ক্রোম ব্যবহারের পরামর্শ দিয়ে বলছে, গুগলের এক্সটেনশন ব্যবহারের ক্ষেত্রে এজের চেয়ে ক্রোম নিরাপদ।

তবে অন্য ক্রোমিয়াম ব্রাউজার ব্যবহার করলে গুগল এ সতর্কবার্তা দেখাচ্ছে না।
গুগল শর্তাবলি যতই সহজ করুক, অনলাইনে নিরাপদ থাকতে হলে সতর্ক হতে হবে আপনাকেই। স্পর্শকাতর তথ্য ফোনে কিংবা কম্পিউটারে না রাখাই ভালো। কোনো অ্যাপ কিংবা ব্রাউজার ব্যক্তিগত ফাইলে প্রবেশের অনুমতি চাইছে কি না, সেটি খেয়াল রাখতে হবে। মনযোগ দিয়ে সব পড়তে হবে। প্রযুক্তির এই যুগে সব সময় থাকতে হবে সাবধান, সতর্ক।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com