আপডেট

x

ভারতীয় ভিসা বন্ধের পর জমাকৃত পাসপোর্ট যেভাবে ফেরত পাবেন

শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ |

ভারতীয় ভিসা বন্ধের পর জমাকৃত পাসপোর্ট যেভাবে ফেরত পাবেন
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সচেতনতায় ভিসা স্থগিত করেছে ভারত সরকার। বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

webnewsdesign.com

এতে বলা হয়, করোনা ভাইরাসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব ভিসা স্থগিত করা হবে। এটি কার্যকর হবে ১৩ মার্চ রাত ১২টা থেকে।

তবে অনেকেই টেনশনে আছেন তাদের পাসপোর্ট কবে পাবেন বা ভিসা দিবে কিনা।

* ১১ মার্চ ২০২০ তারিখে বা তার আগে যাদের পাসপোর্ট জমা পরেছে তারা নির্দিষ্ট ডেলিভারি ডেটেই পাসপোর্ট ও ভিসা ফেরত পাবে আশা করা যায়।

* ১২ মার্চ ২০২০ যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ও ফাইল আজকেই হাই কমিশন থেকে ভিসা সেন্টারে রিটার্ন এসেছে। রোববার বা তার পরে থেকে তাদের পূর্ণ ফাইলসহ পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন।

এবং ১৫ এপ্রিলের পর ভিসা সেন্টার খুললে একই ফাইল দিয়ে পুনরায় পাসপোর্ট জমা দিতে পারবেন। নতুন করে ভিসা ফি দেওয়ার প্রয়োজন হবে না।

সূত্র- পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com