আপডেট

x

বিশ্বে ৩৫ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

সোমবার, ০৪ মে ২০২০ | ১২:৩৪ পূর্বাহ্ণ |

বিশ্বে ৩৫ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা
Spread the love

মহামারী করোনা ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৩৩ হাজার ৩৮২ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের রোববার রাতে দেয়া তথ্যে এসব জানা গেছে।

webnewsdesign.com

করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । দেশটিতে মোট ১১ লাখ ৬৫ হাজার ৬৫৩ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। সেখানে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৫৯৫ জন। এরপরেই দ্বিতীয় অবস্থানে আক্রান্তের দিক দিয়ে রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ।

এরপরই আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানের রয়েছে ইতালি। তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com