আপডেট

x

বাস যাত্রায় একজন কিনতে হবে দুই সিটের টিকেট

শনিবার, ৩০ মে ২০২০ | ৩:৫৭ অপরাহ্ণ |

বাস যাত্রায় একজন কিনতে হবে দুই সিটের টিকেট
ফাইল ছবি
Spread the love

দেশে আন্তঃ জেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক যাত্রীকে দুটো টিকিট কিনতে হবে, এতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

webnewsdesign.com

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি শনিবার দুপুরে সংবাদমাধ্যমে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

এদিকে আগামী ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

সূত্র-কালেরকন্ঠ

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com