আপডেট

x

বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট তিন মাস পর শুরু

রবিবার, ২১ জুন ২০২০ | ৯:১৯ অপরাহ্ণ |

বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট তিন মাস পর শুরু
Spread the love

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট প্রায় তিন মাস পর চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, রোববার দুপুরে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানের ফ্লাইট।

webnewsdesign.com

তিনি আরও জানান, বিমানের লন্ডন ফ্লাইটটি ২৭১ আসন ধারণ ক্ষমতার বোয়িং ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হয়েছে। তবে স্বাস্থ্য বিধির কারণে ১৮৭ জন যাত্রী নেওয়া হয়।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ২৯ এপিলের পর থেকে বিমানের যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়।

তবে ১৬ জুন থেকে কাতার ও যুক্তরাজ্যে এবং ২১ জুন থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

আগামী ১ জুলাই থেকে তুরস্কেও ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

তবে রোববার ঢাকা-দুবাই রুটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে না।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতিসহ বেশ কিছু কারণে ঢাকা থেকে আজ এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট চালু হচ্ছে না। তারা আগামী ২৪, ২৬ ও ২৮ জুন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে। এরপর বাংলাদেশ থেকে চলতি জুন মাসে এমিরেটসের কোনো চলবে না। পরে জুলাইয়ে আবার তাদের ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com