আপডেট

x

প্রকাশ্যে করা যাবে গাঁজা সেবন, যুক্তরাষ্ট্রে হচ্ছে আইন পাশ

শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | ২:৫৯ অপরাহ্ণ |

প্রকাশ্যে করা যাবে গাঁজা সেবন, যুক্তরাষ্ট্রে হচ্ছে আইন পাশ
Spread the love

 

মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজা খাওয়াকে বৈধতা দিতে আইন পাশ হতে যাচ্ছে। প্রথম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ে গাঁজা সেবন বিষয়ে এমন সিদ্ধান্ত এলো। বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে চলা, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী যুদ্ধে এই সিদ্ধান্ত ইতিবাচক নিয়ামকের ভুমকা পালন করবে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর পাস করা বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট অনুমোদন দেবে বলে মনে করা হচ্ছে। বিবিসি

এই বিলটির পক্ষে ভোট দেন হাউজ অব রিপ্রেজেন্টিটিভস এর ২২৮ সদস্য, আর বিপক্ষে ছিলেন ১৬৪ জন। ৫ জন রিপাবলিকানও এটিকে সমর্থন করেছেন। সিনেটে পাস হলে এটি প্রেসিডেন্টের কাছে যাবে। তিনি স্বাক্ষর করলে এটি পরিণত হবে আইনে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রকাশ্যেই গাঁজা খাওয়া যাবে। সূত্র-সিএনএন

webnewsdesign.com

১৯৭০ সালের ফেডারেল ড্রাগ পলিসি অনুযায়ী দেশটিতে এখনও গাঁজা নিষিদ্ধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, গাঁজার ওষুধি গুনও আছে। তাই একে হিরোইনের মতো মাদকের কাতারে ফেলে দেওয়া অন্যায় হবে। এর বাইরে দেশটির অনেক রাজ্যেই গাঁজা সেবন বৈধ। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাঁজা সহজলভ্য হলে কমে আসবে ক্ষতিকর মাদকের ব্যবহার।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com