পাঁচশত পরিবারকে স্বাস্থ্য পরীক্ষা, দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী

সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৯:১৯ অপরাহ্ণ |

পাঁচশত পরিবারকে স্বাস্থ্য পরীক্ষা, দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী
Spread the love

করোনা সংকট মোকাবেলায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সমাজসেবক মোঃ হেলাল উদ্দিন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে দেওয়া হয়েছে বিনামূল্যে ঔষধও। শুধু তা ই নয় দিয়েছে ৫শত পরিবারের মাঝে মোড়গ, তেল, ডাল, সাবান, আল, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

এসময় মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন, শুধু ত্রাণ বিতরণ করেই শেষ করলে চলবে না প্রয়োজন রয়েছে তাদের স্বাস্থ্যের পরীক্ষারও। বর্তমান অবস্থায় অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিৎ।

webnewsdesign.com

সোমবার (৩০ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার শরীফপুর এলাকার করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এই কথা জানান।

এ সময় দেখা যায় সহায়তা নিতে আসা প্রত্যেকেই ৩ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী নিয়ে যায়।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে একটি মোড়গ, এক কেজি ডাল, এক লিটার তেল, ২ কেজি আলু, একটি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান মলাই, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য সাদেকুর রহমান শরীফ, হোসেন মিয়া, আনিসুর রহমান শরীফ, আশরাফ মিয়া, মোশারফ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিফাত রহমান শরীফসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com