আপডেট

x

নির্বাচনের দিন রাজঘরে গুলিতে নিহতের ঘটনায় মামলা

মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ | ১১:১৩ পূর্বাহ্ণ |

নির্বাচনের দিন রাজঘরে গুলিতে নিহতের ঘটনায় মামলা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নির্বাচনী সহিংসতায় গুলিতে নিহতের ঘটনায় সদর মডের থানায় মামলা হয়েছে। রোববার দিনগত মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়।
এর আগে রোববার দুপুরে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইসরাইল মিয়া (১৭) নিহত হন।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. জহির মেম্বরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩শ থেকে ৪শ জনকে আসামি দিয়ে মামলা করেন নিহতের বাবা সাঈদ মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তদন্ত জিয়াউল হক মামলার বরাত দিয়ে বলেন, রাজঘর ভোটকেন্দ্রে গোলযোগ করার চেষ্টা করেছিল বিএনপির নেতাকর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তরা উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িটি আটকে গুলি চালায়।

webnewsdesign.com

এ সময় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগকর্মী ইসরাইল মিয়া নিহত হন। এরপরই ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com