আপডেট

x

নমুনা দিয়ে কর্মকর্তা অনুষ্ঠানে, করোনা পজিটিভ আসায় ঝুঁকিতে এমপি-ইউএনও

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৯:৪০ অপরাহ্ণ |

নমুনা দিয়ে কর্মকর্তা অনুষ্ঠানে, করোনা পজিটিভ আসায় ঝুঁকিতে এমপি-ইউএনও
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জনের অফিস প্রকাশিত গতকাল বৃহস্পতিবার রাতে আসা পিসিআর রিপোর্টে জেলায় নতুন আরও ১০৫জনের করোনা সনাক্ত হয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫১১জনে দাঁড়িয়েছে।

ওই রিপোর্টে জেলার সরাইল উপজেলায় ৮জনের পজিটিভ এসেছে। এরমধ্যে উপজেলার মৎস কর্মকর্তা মায়মুনা জাহান সহ ৮জনের পজিটিভ এসেছে। মৎস কর্মকর্তার পজিটিভ রিপোর্ট আসার পর তাকে নিয়ে চলছে উপজেলা জুড়ে আলোচনার ঝড়।

webnewsdesign.com

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬জুন মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নিবন্ধিত ৫৪০জন জেলে পরিবারকে বিভিন্ন উপকরণসহ সেলাই মেশিন প্রদান করা হয়। এ উপলক্ষে স্থানীয় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রূমে সহস্রাধিক লোকের অংশ গ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভার বেশ কয়েকদিন আগে মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান করোনা ভাইরাস সনাক্ত করতে নমুনা দিয়েছিলেন সরাইল হাসপাতালে।

কিন্তু ওই অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তার সাথে একই মঞ্চে অতিথি হয়ে দীর্ঘ সময় থাকা সংরক্ষিত আসনে নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও ইউএনও এ এস এম মোসা, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদ, সহকারী মৎস্য মকসুদ হোসেন সহ অন্যরাও এখন আছেন করোনা ঝুঁকিতে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com