আপডেট

x

দেশে বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু ১৫৮২, আক্রান্ত ছাড়ালো ১ লাখ ২২ হাজার

বুধবার, ২৪ জুন ২০২০ | ৭:১২ অপরাহ্ণ |

দেশে বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু ১৫৮২, আক্রান্ত ছাড়ালো ১ লাখ ২২ হাজার
Spread the love

বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত রোগী শনাক্ত ও এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের হেলথ বুলেটিনে কোন দিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আবার কোন কোন দিন সর্ব্বোচ্চ মৃত্যুর খবরও দেয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) কোভিড-১৯ আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮২ জনে।

webnewsdesign.com

এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৪৬২ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৬০ হাজার ৪৪৪ জনের।

ডা. নাসিমা বলেন, নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৬২ জনের শরীরে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ২২ হাজার ৬৬০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৫৮২ জনের।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন দুই হাজার ৩১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৬৬৬ জন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com