আপডেট

x

দেশের বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, দাম কমাতে আমদানির সিদ্ধান্ত

রবিবার, ০৪ জুন ২০২৩ | ৯:০৬ অপরাহ্ণ |

দেশের বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, দাম কমাতে আমদানির সিদ্ধান্ত
Spread the love

অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) থেকেই পেঁয়াজ আমদানিতে অনুমতি পাবেন ব্যবসায়ীরা। রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

webnewsdesign.com

উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। দেশের বাজারে মূল্য বাড়ায় এবার সরকার আবার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিলো।

 

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com