আপডেট

x

ঘরের সামনে থুতু ফেলার প্রতিবাদ, সরাইলে চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১:১৬ পূর্বাহ্ণ |

ঘরের সামনে থুতু ফেলার প্রতিবাদ, সরাইলে চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রুহেল (৩০) নামের অপর চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মোগলটুলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

নিহতের পরিবারের সূত্রে ও পুলিশ জানায়, রুহেল ফেরিওয়ালার ব্যবসা করেন। তার সাথে আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এনিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাকবিতন্ডা হয়।

webnewsdesign.com

সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন থুতু ফেলার বিষয় নিয়ে পুনরায় বাড়িতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় রুহেলকে ছুরিকাঘাত করলে গুরুতর আহবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, এই ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। বাকি কাউসার সহ বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com