আপডেট

x

খনি ধসে লাইবেরিয়াতে ৫০জন নিহত

বুধবার, ০৬ মে ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ |

খনি ধসে লাইবেরিয়াতে ৫০জন নিহত
ছবি-সংগৃহীত
Spread the love

একটি খনি ধসের ঘটনায় লাইবেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অন্তত ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার একথা জানান দুর্ঘটনাস্থল থেকে দেশটির এক মন্ত্রী।

জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফ ঘটনাস্থল থেকে এএফপি’কে বলেন, সোমবার গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

webnewsdesign.com

মঙ্গলবার বিস্তারিত উল্লেখ না করে এসময় তিনি বলেন, সেখানে এ ধসের ঘটনায় প্রায় ৫০জন নিহত হয়েছেন। এতে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সন্ধানে উদ্ধার দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

খবরে বলা হয়, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস একটি সাধারণ ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধে পর সেখানে ইবোলা মহামারিতেও অনেক ক্ষতি হয়।

এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র এক মুখপাত্র এ দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি।

স্মিথ তোবে বলেন, ‘আমরা ঘটনা স্থল থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য হাতে পাইনি। অনেকে এ দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আবার অনেকে জানিয়েছে এ সংখ্যা ৫০ জনের বেশি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনা স্থলে পাঠানো হলেও তারা এখন পর্যন্ত কিছু জানাননি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com