আপডেট

x

করোনা মুক্ত ট্রাম্পের স্বস্তি, রিপোর্ট নেগেটিভ

রবিবার, ১৫ মার্চ ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ |

করোনা মুক্ত ট্রাম্পের স্বস্তি, রিপোর্ট নেগেটিভ
ফাইল ছবি
Spread the love

বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাসের মহামারী। এমন পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য নিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বিশ্বে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নিজে থেকেই ডাক্তারি পরীক্ষা করিয়েছিলেন তিনি। তাতেই করোনাভাইরাস মুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিন্ত হতে পারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেল, তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

শনিবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘এক সপ্তাহ আগে মার-এ-লাগো রিসর্টে ব্রাজিলীয় প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে শরীরে নোভেল করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। ডাক্তারি পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’’

webnewsdesign.com

মাস তিনেক আগে চিনের উহান প্রদেশ থেকে নোভেল করোনার উৎপত্তি। এই মুহূর্তে তার সঙ্গে যুঝছে ইউরোপ ও এশিয়া-র বহু দেশই। নোভেল করোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি আমেরিকাও। এখনও পর্যন্ত সেখানে ২ হাজার ৮১৬ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫৮ জন। পরিস্থিতি বিবেচনা করে শুক্রবারই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে শুরুতে করোনা আতঙ্ককে বিশেষ আমল দেননি তিনি। এমনকি তাঁর ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই বলেও হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ সেরে দেশে ফিরেই নোভেল করোনায় আক্রান্ত হন ব্রাজিলের রাষ্ট্রদূত নেস্টর ফোরস্টার এবং সে দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেস সচিব ফ্যাবিও ওয়াজনগার্টেন। তাতেই টনক নড়ে মার্কিন প্রেসিডেন্টের। নিজে থেকেই ডাক্তারি পরীক্ষা করাতে উদ্যোগী হন তিনি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com