আপডেট

x

করোনা: কাতারে বাংলাদেশসহ ১৪দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

সোমবার, ০৯ মার্চ ২০২০ | ১২:২৪ অপরাহ্ণ |

করোনা: কাতারে বাংলাদেশসহ ১৪দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা
Spread the love

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপকতা বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে।

webnewsdesign.com

কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছে। খবর: বিবিসি বাংলা

তিনি বলেন, গতকাল (রোববার) রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এর ফলে বাংলাদেশ থেকে কোনো নাগরিক দেশটিতে ঢুকতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোনো নাগরিক বাংলাদেশে আসবে না।

নিষেধাজ্ঞার মুখে থাকা অন্য দেশগুলো হল চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড।

এরই মধ্যে ইতালিতে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে কাতার।

দেশটিতে রোববার আরো তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কাতার। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com