আপডেট

x

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সোমবার, ০২ মার্চ ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ |

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার প্রজেক্টাইল মিসাইল। ছবি-রয়টার্স
Spread the love

উত্তর কোরিয়া পরপর দুইদিনে দুইটি প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটি চলতি বছরে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ।

বিবিসি’র সংবাদ সূত্রে জানা যায়, জাপান সাগরের পূর্ব উপকূলে সোমবার এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। টানা ১৮ মাস পর গত মে মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে দেশটি।

webnewsdesign.com

এরপর একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাতে থাকেন কিম জং উন।

করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বাতিলের কয়েক দিন পরই নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

এর আগে মে থেকে আগস্ট পর্যন্ত টানা সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। এর পরেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয়। অক্টোবর ও নভেম্বরেও একসঙ্গে দুইটি করে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

নভেম্বরের শুরুতে একাধিক রকেট নিক্ষেপ করার বৃহৎ আকারের শক্তিশালী লাঞ্চারও পরীক্ষা চালায় কিমের দেশটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালানো হয় স্যাটেলাইট কেন্দ্রে ‘খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা’। সেই পরীক্ষার ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও সমৃদ্ধ হয়েছে বলে দাবি করে দেশটি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com