আপডেট

x

এবার বানিজ্যমন্ত্রী জানালেন কচুরিপানা খাওয়া নিয়ে নিরিক্ষার কথা

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ |

Spread the love

পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে।

শনিবার বিকেলে রংপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব বলেন।

webnewsdesign.com

বানিজ্য মন্ত্রী বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন তো খাচ্ছে।

এসময় মন্ত্রী কচুরিপানা খাওয়ার উপযোগী করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে সাংবাদিকদের জানান।

পেঁয়াজের দাম নিয়ে মন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরো কমতে পারে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না।

মন্ত্রী আরও বলেন, রমজানে নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হবে। কেউ যেন কোনো কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

সূত্র-দেশরূপান্তর

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com