আপডেট

x

ইউরোপ যেতে গিয়ে নৌকা ডুবে ৫০জন নিখোঁজ, ৩৩ বাংলাদেশী উদ্ধার

মঙ্গলবার, ১৮ মে ২০২১ | ৯:৫৪ অপরাহ্ণ |

ইউরোপ যেতে গিয়ে নৌকা ডুবে ৫০জন নিখোঁজ, ৩৩ বাংলাদেশী উদ্ধার
ফাইল ছবি
Spread the love

লিবিয়া উপকূলে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। সময়ে নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন।-জানিয়েছে বার্তা সংস্থা এপি

এপির বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে উদ্ধার হওয়া ৩৩জনের সবাই বাংলাদেশি।

webnewsdesign.com

নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনো জানা যায়নি। আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com