অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৩৮ অপরাহ্ণ |

অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Spread the love

রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালে রক্তাক্ত প্রতিবাদের অমর একুশে ফেব্রুয়ারীর পথ বেয়েই আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা। মাতৃভাষার প্রশ্নে আমাদের ভাষা-সংগ্রামই কালক্রমে বাঙালির আন্দোলনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়েছিল। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা।’

webnewsdesign.com

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার দূর-রে-শাহ্ওয়াজ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বণিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, সাংবাদিক মনজুরুল আলম, পীযুষকান্তি আচার্য্য, মোঃ মনির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড নজরুল ইসলাম, পুস্তক ব্যবসায়ী সমিতি নেতা মোমিনুল আলম বাবু প্রমুখ।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্তে প্রণীত প্রতিটি কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দেয়া হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com