আপডেট

x

২০২১সালে চালু হবে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ-রিভা গাঙ্গুলী

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:০৪ অপরাহ্ণ |

২০২১সালে চালু হবে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ-রিভা গাঙ্গুলী
Spread the love

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ আগামী বছরের জুনের মধ্যেই শেষ হবে। ওই বছর দুইদেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে বলে আশা প্রকাশ করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

webnewsdesign.com

রিভা গাঙ্গুলী বলেন, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্প টি দুই দেশের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বানিজ্যিক যোগাযোগ এ রেল পথের মাধ্যমে হবে।

সীমান্তের বিএসএফের হত্যার বিষয়ে রিভা গাঙ্গুলী দাস বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তারা নিজের মধ্যে সব সময় কথাবার্তা হয়। এই বিষয় গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুইবার মিটিং এ বসে। আশা করছি এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে শেষ হবে বলে আমি মনে করি।

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২শ ৫২ কোটি টাকা।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com