আপডেট

x

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৯:৪২ পূর্বাহ্ণ |

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনের জেরে জেলা শহরে এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে স্বতন্ত্রপ্রার্থী নাছিমা লুৎফুর রহমানের জেলা শহরের হালদারপাড়ার এল আর টাওয়ার নামের বাড়িতে হামলা চালানো হয়। এসময় দুইটি জিপ গাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় নাছিমা লুৎফুর রহমান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়াকে দায়ী করছেন।

নাছিমা লুৎফুর রহমান অভিযোগ করে বলেন, বিজয়নগর উপজেলা পরিষদ আজকের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়ার পরাজয় বুঝতে পেরে সমর্থকেরা আমার বাড়িতে হামলা ও লুটপাট করেছে। হামলায় আমার বাড়িতে থাকা একটি ল্যান্ড ক্রুজার সহ তিনটি গাড়ি ভাংচুর করে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে। তিনি আরো বলেন, হামলায় দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুট করে নেওয়া হয় বাড়িতে রাখা প্রায় ১০০ভড়ি স্বর্ণালঙ্কার।

webnewsdesign.com

তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমি পরিবার নিয়ে বিজয়নগরে থাকি। আমি এই ঘটনা সম্পর্কে অবগত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com