আপডেট

x

সরাইলে স্বতন্ত্র-বিদ্রোহীতে ধরাশায়ী আওয়ামী লীগ, ৯ ইউপির ২টিতে জয়

সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | ১২:৩৯ অপরাহ্ণ |

সরাইলে স্বতন্ত্র-বিদ্রোহীতে ধরাশায়ী আওয়ামী লীগ, ৯ ইউপির ২টিতে জয়
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টি জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। রোববার সকালে থেকে বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ২টিতে, একটিতে জাতীয় পার্টি ও বাকী ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছে।

webnewsdesign.com

বেসরকারি ফলাফল অনুযায়ী অরুয়াইল ইউনিয়নে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ভূইয়া লাঙ্গল প্রতিকে ৭২৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৪হাজার ৫৪৩ ভোট।

চুন্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির আনারস প্রতিকে ৬হাজার ৬৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ হাবিবুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২০১ভোট।

পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাউসার হোসেন আনারস প্রতিকে ৭হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৫৩৮ ভোট।

সরাইল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোটরসাইকেল প্রতিকে ৯হাজার ১৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চশমা প্রতিকে পেয়েছেন ৮হাজার ২৭১ ভোট।

পানিশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৮হাজার ২১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বীন ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৭হাজার ৭৯১ ভোট।

নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনসুর আহমেদ চশমা প্রতিকে ৪হাজার ২৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজল চৌধুরী অটোরিকশা প্রতিকে পেয়েছেন ২হাজার ৮৮৬ ভোট।

শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে খায়রুল হুদা চৌধুরী ৬হাজার ৩১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাজিব আহমেদ অটোরিকশা প্রতিকে পেয়েছেন ৫হাজার ১৪৮ ভোট।

শাহজাদাপুরে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোছামৎ আছমা আক্তার ৫হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরমান মিয়া ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।

কালিকচ্ছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ হোসেন মোটরসাইকেল প্রতিকে ৪হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরাফত আলী ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩হাজার ৫৫৭ভোট।

-রাফি/-

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com