আপডেট

x

শুক্রবার শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ৯:১৭ অপরাহ্ণ |

শুক্রবার শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনূর্ধ্ব-১৭) উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

webnewsdesign.com

তিনি তার বক্তব্যে বলেন, জেলার ৯টি উপজেলা থেকে একটি করে দল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি দল সহ মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বিকালে খেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ২৪ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা সমাপনী হবে। প্রতিযোগিতায় অন্যান্যদের সাথে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com