আপডেট

x

শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার এন্টিজেন পাইলট টেস্ট

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ |

শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার এন্টিজেন পাইলট টেস্ট
Spread the love

ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে প্রাথমিক ভাবে এন্টিজেন্ট টেস্ট করতে হবে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এ টেস্ট শুরু হবে।

দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্পের আওতায় করোনা নির্নয়ে প্রাথমিক এ পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিটি জেলার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালগুলোতে এ পাইলট প্রজেক্ট শুরু হবে। পরীক্ষার জন্য প্রথমে রোগীকে ১শত টাকা ফি দিতে হবে।

webnewsdesign.com

এন্টিজেন্ট পরীক্ষায় পজেটিভ আসলে রোগীকে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। নেগেটিভ আসলে পিসিআর এর মাধ্যমে করোনা পরীক্ষার প্রয়োজন পড়বে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন জানিয়েছেন, তাদের একজন স্বাস্থ্য কর্মী এ সংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছেন। আধুনিক হাসপাতালে ৫শতাধিক কিট আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com