আপডেট

x

যাত্রী বেশে সিএনজিতে ছিনতাই, পালানোর সময় চালকসহ তিন ছিনতাইকারী আটক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ |

যাত্রী বেশে সিএনজিতে ছিনতাই, পালানোর সময় চালকসহ তিন ছিনতাইকারী আটক
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে যাত্রী বেশে ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার শামীম মিয়া (২০), রোমান (২১) ও জাবেদ (২০)। তারা সবাই সদর উপজেলার উত্তর সুহিলপুরের বাসিন্দা বলে জানা গেছে।

webnewsdesign.com

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, রাতে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাইন উদ্দিন খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে জেলা সদরে ফিরতে সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। সেই সিএনজিতে চালক সহ পিছনের আসনে আরও দুইজন যাত্রী ছিলেন। সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের চান্দিয়ারা পাকা রাস্তার বরাবর আসার পর পিছনের আসনে থাকা দুইজন মাইন উদ্দিনের গলায় ছুরি রেখে বলেন সাথে থাকা সবকিছু দিয়ে দিতে। তার সাথে থাকা মোবাইল ও সাড়ে ৫হাজার টাকা তাদের দিয়ে দিলে, মাইন উদ্দিনকে সড়কের পাশে ফেলে রেখে সিএনজি যোগে তারা পালিয়ে যায়। মাইন উদ্দিন আরও একটি কাছে পেয়ে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে মইন উদ্দিন ধাওয়া করে মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় চালকসহ তিন ছিনতাইকারীকে আটক করে।

তিনি আরও জানান, আটকের পর তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। তারা সংবদ্ধ ছিনতাইকারী চক্র। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com