আপডেট

x

মূল্য না টানিয়ে পেঁয়াজ বিক্রি, বিজয়নগরে ব্যবসায়ীকে দণ্ড

রবিবার, ২২ মার্চ ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ |

মূল্য না টানিয়ে পেঁয়াজ বিক্রি, বিজয়নগরে ব্যবসায়ীকে দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে এক পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার আওলিয়া বাজারে পেঁয়াজ ব্যবসায়ীকে তার দোকানে পণ্যের মূল্যে তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

webnewsdesign.com

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন।

জানা যায, সম্প্রতি সময়ে করোনা ভাইরাসকে ইস্যু টেনে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রির এবং দোকান গুলোতে পণ্যের মূল্যে তালিকা না থাকায় এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য উপজেলা প্রশাসনের এ আদালত পরিচালনা করে যাচ্ছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, দোকান গুলোতে দ্রব্যগুলো মূল্য তালিকা না থাকায় এ পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন যে জন্য সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।

 

টিপু/রাফি/–

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com