আপডেট

x

ভয়ঙ্কর ওমিক্রনঃ দক্ষিণ আফ্রিকা একদিনে শনাক্ত ৮ হাজার

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১১:৩৮ অপরাহ্ণ |

ভয়ঙ্কর ওমিক্রনঃ দক্ষিণ আফ্রিকা একদিনে শনাক্ত ৮ হাজার
Spread the love

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকায় এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। সর্বশেষ তথ্য মতে, দক্ষিণ আফ্রিকাতে একদিনে সাড়ে আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রোগী পাওয়া গিয়েছিল মাত্র চার হাজার ৩০০। অর্থাৎ একদিনের ব্যবধানে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওমিক্রনের প্রথম শনাক্ত নিশ্চিত করেছে।

webnewsdesign.com

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসাবে শ্রেণিবদ্ধ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রাথমিক প্রমাণগুলি ইঙ্গিত করে, এটিতে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি। এখন পর্যন্ত ২৪টি দেশে ধরা পড়েছে এই ভ্যারিয়েন্ট।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com