আপডেট

x

ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী সম্মেলনে অংশ নিতে বিএসএফ দল পৌঁছেছে

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:৩০ অপরাহ্ণ |

ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী সম্মেলনে অংশ নিতে বিএসএফ দল পৌঁছেছে
Spread the love

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যকার বহুল আলোচিত সীমান্ত সম্মেলন যোগ দিতে বিএসএফ ডিজি রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন।

বুধবার বেলা পৌনে ১টার দিকে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দলটি বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

webnewsdesign.com

বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে মহাপরিচালক পর্যায়ের মূল সম্মেলন শুরু হবে বৃহস্পতিবার। সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com