আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি আটক, এক বছরের দণ্ড

শনিবার, ০৫ অক্টোবর ২০১৯ | ৫:১৫ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি আটক, এক বছরের দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে টিকেট কালোবাজারি আলম মিয়া(৩৫)কে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে চলা অভিযানে তার কাছ থেকে বিভিন্ন রুটের ২৯ আসন বিশিষ্ট ১৪টি টিকেট উদ্ধার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়। টিকেট কালোবাজারি আলম জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার মতি মিয়ার ছেলে।

webnewsdesign.com

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আলম মিয়া(৩৫) কে আটক করা হয়। আটককৃত আসামির কাছ থেকে বিভিন্ন রুটের ২৯ আসন বিশিষ্ট ১৪টি টিকেট জব্দ করা হয়।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com