আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ও প্রেসক্লাবে হামলার প্রতিবাদে ‘সাংবাদিক সংহতি’

রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | ৮:৫৭ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ও প্রেসক্লাবে হামলার প্রতিবাদে ‘সাংবাদিক সংহতি’
Spread the love

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,বঙ্গবন্ধুর ম্যুরাল সহ সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুর-অগ্নি সংযোগ ও প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ সাংবাদিকদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সংহতি শিরোনামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সহ বিভিন্ন উপজেলার শতাধিক সাংবাদিক অংশ নেয়।

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো.মনির হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,সাবেক সভাপতি মো.আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, কাউসার এমরান,দীপক চৌধুরী বাপ্পী,ইমজা সভাপতি পীযুষ কান্তি আচার্য, প্রেসক্লাব সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন,সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু,সাংবাদিক নেতা সৈয়দ মো.আকরাম,নিয়াজ মো.খান বিটু, ইমজা সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী, টেলিভিশন জার্নালিস্ট যুগ্ম-সম্পাদক জহির রায়হান, সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলেমান খান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, নবীনগ্র উপজেলা প্রেসক্লাবের সঞ্জয় সাহা, সরাইল প্রেসক্লাবের সাধারণ মাহবুব খান বাবুল প্রমূখ।

সাংবাদিক সংহতি সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন,হেফাজতের মূল টার্গেট মোদির সফর নয়,তাদের মূল টার্গেট হলো বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে আছে এবং উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে তা। মোদির বিরোধীতার নামে যারা ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালিয়েছে তারা দেশ,স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী। হেফাজতের তান্ডবকারীদের রাষ্ট্রদ্রোহিতার আইনে বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান এই সাংবাদিক নেতা।

তিনি আরো বলেন,জাতির পিতা জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে হেফাজতের তান্ডব এ দেশের স্বাধীনতাকেই চ্যালেঞ্জ করা। হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালিয়ে তাদের শক্তি প্রদর্শন করেছে। তিনি আরো বলেন,শেখ বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন,পৃথিবীর বুকে মাঁথা উঁচু করে দাঁড়াচ্ছে তা তাদেরই ভালো লাগে না যাদের আমরা একাত্তরে পরাজিত করেছিলাম।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com