আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈতমেলা

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ৯:২০ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈতমেলা
Spread the love

বর্ণাঢ্য ও ব্যাপক আয়ােজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের স্মরণে তিনব্যাপী অদ্বৈতমেলা।

তিতাস জনপদের এই ক্ষণজন্মা পুরুষের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বুধবার বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্ধােধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি।

webnewsdesign.com

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মাে.মনির হােসেন এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসােসিয়শন সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ।

উদ্ধাধন শেষ অতিথিবৃন্দ মেলায় থাকা বই, শীতর পিঠা, শাড়ী, অলংকার, শিশুদের খেলনা, নারী উদ্যােক্তা, কফি শপ সহ ১৭ টি স্টল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com