আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম শুরু

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম শুরু
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা: বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন মো. শাহ আলম প্রমুখ।

webnewsdesign.com

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন।

প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে পিপিপির ( পাবলিক – প্রাইভেট- পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা এই হাসপাতালে ১০টি নিবির পর্যবেক্ষণ কেন্দ্র(আইসিইউ)ও ১০টি হৃদযন্ত্রের নিবির পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) ও পাঁচটি (পিসিসিইউ) ইউনিট রয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com