আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় দন্ডপ্রাপ্ত জামায়াতের বর্তমান ও সাবেক আমীরসহ ৫জন জেলে

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় দন্ডপ্রাপ্ত জামায়াতের বর্তমান ও সাবেক আমীরসহ ৫জন জেলে
Spread the love

পুলিশের ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সাজাপ্রাপ্ত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক ও বর্তমান আমীর সহ ৫জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। রোববার তারা আদালতে আত্নসমর্পণ করলে জেলহাজতে পাঠানো হয়।

জেলহাজতে প্রেরণ করা আসামীরা হলেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কাজী নজরুল ইসলাম খাদেম (৪৮),  ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েত ইসলামের আমির গোলাম ফারুক, মোঃ জাহিদুল ইসলাম, রুস্তম আলী ও মোঃ জাহাঙ্গীর আলম  ইকবাল।

webnewsdesign.com

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাক নং-অ-১১-০০০১ পুলিশ লাইন্স হতে ফোর্সের সকালের নাস্তা নিয়ে কাউতলী যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া সদরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে পৌছলে দুস্কৃতিকারীরা গাড়ীর পথরোধ করে গাড়ীতে থাকা পুলিশ সদস্যদের মারধর, ভাংচুর, অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

এই মামলায় গত ২০২০ সালের ১১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোঃ মাসুদ পারভেজ কার্যক্রম শেষে এজাহারনামীয় ও ঘটনার সহিত জড়িত পলাতক আসামী প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই মামলায় ইতিপূর্বে বাকী ১৬জন আসামী জেল হাজতে রয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com