আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে ২১জনকে দণ্ড

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | ৪:২২ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে ২১জনকে দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের পৌর সুইপার কলোনীতে অবৈধ চোলাই মদ তৈরীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় ২১জনকে মাদক তৈরি করে বিক্রয় করা অপরাধে আটক করা হয়৷ উদ্ধার করা হয় সাড়ে ১০হাজার লিটার চোলাই মদ।

মঙ্গলবার দুপুরের র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

webnewsdesign.com

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার মধ্য রাতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

আটককৃতদেরকে চোলাই মদ তৈরী করে বিক্রি করার অপরাধে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com