আপডেট

x

‘পর্যায়ক্রমে সকল নদীর নাব্যতা সংকট দূর করা হবে’

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:২৯ অপরাহ্ণ |

‘পর্যায়ক্রমে সকল নদীর নাব্যতা সংকট দূর করা হবে’
Spread the love

নদীর নাব্যতা সংকট দূর করতে পর্যায়ক্রমে দেশের সব নৌ রুটকে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট দূর করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

webnewsdesign.com

এসময় তিনি বলেন, চলতি বছরেই আশুগঞ্জ আভ্যন্তরীন কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ শুরু হবে। ইতোমধ্যে প্রকল্পটির সমীক্ষার কাজ শেষ হয়েছে । কিছুদিনের মধ্যেই দরপত্র আহবান শেষ হলে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হবে।

এসময় বিআইডব্লিউটিএ’র পরিচালক বন্দর ওয়াকিল নওয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজেদুর রহমান, সমন্বয় কর্মকর্তা সেলিম শেখ, সহকারী পরিচালক মামুনুর রশিদ , সহকারী সমন্বয় কর্মকর্তা কাজী কামাল উদ্দিন সহ বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আশুগঞ্জ নদীবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com