আপডেট

x

নির্দেশনা অমান্য করে মাইক্রোবাসে অধিক যাত্রী পরিবহণ, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

মঙ্গলবার, ০২ জুন ২০২০ | ৪:৪৯ অপরাহ্ণ |

নির্দেশনা অমান্য করে মাইক্রোবাসে অধিক যাত্রী পরিবহণ, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহণ করায় যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে সদর উপজেলা প্রশাসনের পক্ষে জেলা শহরের কাউতুলী মোড়ে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আরও ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান।

এসময় স্বাস্থ্য বিধি না মেনে মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী পরিবহণ করার অভিযোগে ৭টি মাইক্রবাসকে জরিমানা করা হয়েছে।

webnewsdesign.com

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, করোনা ভাইরাসের পাদুর্ভাবে সচেতনতায় যাত্রী পরিবহণে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, নির্দেশনা না মেনে মাইক্রোবাসে দূরত্ব না রেখে সিটে যাত্রী পরিবহণ করা হচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালতে ৭টি মাইক্রোবাসকে জরিমানা করা হয়। এছাড়াও আরও তিনটি যানবাহনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি মামলায় সাড়ে ১৫হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com