আপডেট

x

নবীনগরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ |

নবীনগরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় চলতি সময়ের প্রকট হওয়া যানজট নিরসনের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে জন দূর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।

webnewsdesign.com

মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক ৭ টি মামলায় ১৩৫০০০ ( এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে পুলিশি সহায়তা প্রদান করেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড শিব শংকর দাশ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, যানজট নিরসনে ও জনদূর্ভোগ লাঘবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com