আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় নারী দিবসে আবৃত্তি

‘ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে’

রবিবার, ০৮ মার্চ ২০২০ | ১০:৫৮ অপরাহ্ণ |

‘ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে’
Spread the love

আন্তর্জাতিক নারী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “ ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে “ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। রোববার বিকেলে জেলা শহরের ফারুকী পার্কে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার।

webnewsdesign.com

তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সামিহা তাহসিন অথৈ এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হালিমা মোর্শেদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রাখী,অব.প্রধান শিক্ষক কবি শিরীন আকতার।

একক আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের সানজিয়া আফরিন, সৈয়দা জাহানারা আকতার, সালওয়া তাহসিন অধরা, প্রবর্তক আবৃত্তি সংসদের নুসরাত জাহান বুশরা, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের ফৌজিয়া হক নুপুর।

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের সমবেত সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

রাফি/-

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com