আপডেট

x

তিউনিসিয়া ফেরত ১৭জনের ৪জনের বাড়ি আখাউড়ায়

শনিবার, ২২ জুন ২০১৯ | ৫:১১ অপরাহ্ণ |

তিউনিসিয়া ফেরত ১৭জনের ৪জনের বাড়ি আখাউড়ায়
Spread the love

তিউনিসিয়ায় সাগর থেকে উদ্ধার হওয়া ১৭জন বাংলাদেশীর মধ্যে ৪জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
তারা হলেন, ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার খেবজু মিয়ার ছেলে সাহাজুল খন্দকার(২৩), একই এলাকার ইউনুছ জমাদারের ছেলে ইদ্রিস জমাদার(২৪), হীরাপুর বড় কুড়িপাইকার আঃ আহাদ শিকদারের ছেলে নেয়ামত শিকদার(১৮) ও আঃ জব্বার ওরফে নান্নুর ছেলে আবু বক্কর ছিদ্দিক(২৩)।

তিন সপ্তাহ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

webnewsdesign.com

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছে। ভুক্তভোগীরা যদি এই বিষয়ে কোন অভিযোগ দেয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।

 

রাফি/-

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com