আপডেট

x

জনবান্ধব ভূমিসেবায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ (ভিডিও)

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৪৩ অপরাহ্ণ |

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছ, দক্ষ,জবাবদিহিতামূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার এবং উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে সকাল ১০টায় এই প্রশিক্ষণ শুরু হয়।

ভূমি মন্ত্রনালয়ের সচিব মো: মাক্ছুদুর রহমান পাটোয়ারী এতে প্রধান অতিথি থেকে এই প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

webnewsdesign.com

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর এসএম শফিকুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, বিটিভির জেলা প্রতিনিধি মো. আরজু ও সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইরা।

এই প্রশিক্ষনে অংশ নিচ্ছেন জেলার ১০০ ইউনিয়ন, ৯ উপজেলা এবং জেলা প্রশাসনের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও জনপ্রতিনিধিরা আছেন অংশগ্রহনকারী হিসেবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com