আপডেট

x

কসবায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

রবিবার, ০১ নভেম্বর ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ |

কসবায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
Spread the love

“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ শ্লোগানে নানা কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পালিত হলো বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০। দিবসটি পালনে রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো.জামাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.জাকির হোসেন ও প্রশিক্ষনে স্বাবলম্বী যুবক গোলাম কিবরিয়া।

webnewsdesign.com

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসিনুর রহমান তালুকদার। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষনপ্রাপ্ত স্বাবলম্বী যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক, সনদ, ক্রেষ্ট সহ ২শ গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন বলেন; যুবরা গড়বে এ দেশ, যুবকদের কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে। এই এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তিনি যুব দিবসে যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হয়ে স্বাবলম্বী হতে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। বিউটিফিকেশন, কম্পিউটার প্রশিক্ষন সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। এভাবে প্রশিক্ষনের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com