আপডেট

x

কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, দুই ড্রেজার জব্দ

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ | ৯:৪১ অপরাহ্ণ |

কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, দুই ড্রেজার জব্দ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাঠি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দিনব্যাপী উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া ও খাড়েরা ইউনিয়নের মনকশাইর থেকে এসব অবৈধ ড্রেজার গুলো জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়ায় ড্রেজার দিয়ে কৃষি জমির ভূ-গর্ভস্থ থেকে মাটি উত্তোলন করায় রেজাউল করিম নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে ড্রেজারটি জব্দ করি। এই অভিযান শেষে ফেরার সময় আমরা খাড়েরা ইউনিয়নের মনকশাইর এলাকায় মুসা মিয়া নামের আরও এক ব্যক্তির অবৈধ ড্রেজারের সন্ধান পেয়ে অভিযান চালায় এবং ড্রেজারটি জব্দ করি।

webnewsdesign.com

তিনি আরও বলেন, অভিযানকালে ড্রেজারগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ লংঘন করে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com