আপডেট

x

কসবায় করোনার উপসর্গ নিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীর মৃত্যু

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৮:৪৮ অপরাহ্ণ |

কসবায় করোনার উপসর্গ নিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীর মৃত্যু
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।- ফাইল ছবি
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে আলম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে তার নিজ বাড়িতে মারা যান ওই যুবক। সে ওই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।

webnewsdesign.com

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, নিহত ওই যুবক দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছিলেন। গত ৫ মাস আগে তিনি দেশে এসেছেন। গত প্রায় এক সপ্তাহ যাবত সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভূগছিলেন। অসুস্থ হলেও তার কোভিড পরীক্ষা করানো হয়নি। মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর জানাজানি হলে সন্দেহবশত তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তার মৃতদেহ আসলে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নিহতের পরিবারের সকল সদস্যদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, উপজেলার শিমরাইল গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। মৃত ব্যক্তি করোনাক্রান্ত ছিলো কিনা সন্দেহবশত তার পরিবার সহ উপস্থিত স্বজনদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে। নিহতের পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

রুবেল/রাফি/-

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com